পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে মুকুল বেগম (৫০) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। রোববার সন্ধ্যার পর সাড়ে সাতটার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। স্থানীয়রা ধারণা করছেন, তাকে পরিকল্পিতভাবে জবাই করে হত্যা করা হয়েছে।
নিহত মুকুল বেগমের স্বামী হাফেজ হাবিবুর রহমান তালুকদার ঘটনার সময় বাড়িতে ছিলেন না। তিনি মৌলভী তবক এলাকার সুলতান মাস্টার বাড়ির জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন এবং নামাজ পড়াতে মসজিদে অবস্থান করছিলেন। ঘটনার সময় মুকুল বেগম বাড়িতে একাই ছিলেন। তাদের ২০ বছর বয়সী একটি ছেলে রয়েছে।
নিহতের পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার শুরু করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম।
স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে এবং হত্যাকাণ্ডকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ হত্যার কারণ অনুসন্ধানসহ জড়িতদের শনাক্তে কাজ করছে।
আরও পড়ুন:








