বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসী ‘সোহাগ বাহিনী’র সদস্যদের ছুরিকাঘাতে আলম হোসেন (৩৫) নামে জামায়াতের এক স্থানীয় নেতা গুরুতর আহত হয়েছেন।
রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চাঁচাইতারা এলাকার মাদলা বন্দরে প্রকাশ্য এ ঘটনা ঘটে। গুরুতর আহত আলম হোসেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের চাঁচাইতারা ওয়ার্ড কমিটির সেক্রেটারি এবং মৃত আব্দুল মতিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ। যিনি এলাকার চিহ্নিত সন্ত্রাসী। সোহাগ বাহিনীর সক্রিয় সদস্য ইমদাদুল হক বাবু দলবল নিয়ে আলম হোসেনের ওপর অতর্কিতভাবে হামলা চালান।
হামলাকারীরা তার পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে।
শাহজাহানপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি রুহুল আমিন জানান, সোহাগ বাহিনী ও তার সহযোগীদের ভূমিদস্যুতা ও দখলবাজির প্রতিবাদ করায় আলম হোসেনকে টার্গেট করা হয়। তিনি আরও জানান, এসব সন্ত্রাসীদের ভয়-ভীতি ও হুমকি থেকে বাঁচতে প্রায় ১৫ দিন আগে আলম হোসেন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, পুকুর লিজ নিয়ে দুই পক্ষের মধ্যে পূর্ব থেকেই দ্বন্দ্ব ছিল। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, বলেন ওসি।
আরও পড়ুন:








