আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৭ (শাজাহানপুর–গাবতলী) আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার করতে কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় শাজাহানপুর উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে প্রচারনা এবং ভোট কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে সভা ও অনুষ্ঠিত হয়। উপজেলার মাঝিড়া ইউনিয়নের ৪-৫ নং ওয়ার্ড বিএনপি উদ্যোগে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।
মাঝিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহিন সানি,উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হাসান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল আরমান রাজু, রেজাউল করিম রেজা,শ্রমিকদলের বাবলু মন্ডল প্রমুখ।
শাজাহানপুর উপজেলার বিএনপি'র সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ বলেন, আজ মাঝিড়া ইউনিয়নের দুইটি ওয়ার্ডের প্রচারনা ও ভোট কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলা সকল ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হবে।
আরও পড়ুন:








