বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

শাটডাউনের সমর্থনে আ. লীগের ঝটিকা মশাল মিছিল

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫ ২২:০৫

শেয়ার

শাটডাউনের সমর্থনে আ. লীগের ঝটিকা মশাল মিছিল
সংগৃহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত শাটডাউনের প্রতি সমর্থনে শেরপুরে গভীর রাতে ঝটিকা মশাল মিছিল হয়েছে। ১৬ নভেম্বর বিকেলে মিছিলটির ভিডিও ছাত্রলীগের নেতারা নিজেদের ফেসবুকে ছড়িয়ে দেন।

ভিডিওটি ১৫ নভেম্বর শনিবার গভীর রাতের কোন এক সময় পৌর শহরের সরকারি টেকনিক্যাল স্কুল এলাকায় শেরপুর-ময়মনসিংহ সড়কে ঝটিকা মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘আতিক ভাইয়ের একশন, ডাইরেক্ট একশন’ স্লোগানসহ অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বিরুদ্ধে স্লোগান দেয়।

উল্লেখ্য, এর আগে তারই নির্দেশনায় সদর উপজেলার ভাতশালা এলাকায় আওয়ামী লীগের লকডাউনের সমর্থনে আরও একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়। ওইসময় পুলিশের অভিযানে গ্রেপ্তার হয় পাকুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিব মিয়াসহ ৮ নেতা-কর্মী।

শেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভুঁইয়া বলেন, শেরপুর একটি সীমান্তবর্তী জেলা। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ব্যপারে পুলিশ অবগত আছে। আময়া ইতিমধ্যেই টহল ব্যবস্থা জোরদার করেছি। অবৈধ কর্মকাণ্ড, নাশকতা বা সংঘর্ষের চেষ্টা হলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শহরের প্রবেশদ্বারসহ বিভিন্ন মোড়ে মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে। তাছাড়া আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি বাড়িয়েছি। যেখান থেকে যে ধরনের তথ্য পাচ্ছি সব ধরনের তথ্যকেই গুরুত্ব দিচ্ছি। বিভিন্ন মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ বিশ্লেষণ করা হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনে যারা অর্থায়ন করছে, তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশ সজাগ আছে ২৪ ঘণ্টা, সামনেও সজাগ থাকবে ২৪ ঘণ্টাই।



banner close
banner close