বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

ফুলছড়িতে নাশকতার আশঙ্কায় আ. লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫ ২২:০২

শেয়ার

ফুলছড়িতে নাশকতার আশঙ্কায় আ. লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

গাইবান্ধার ফুলছড়ি থানা পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৬ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজারিয়া নীলকুঠি গ্রামের আবুল হোসেনের ছেলে মকবুল হোসেন (৬০) এবং উদাখালি ইউনিয়নের ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ উদাখালি গ্রামের মজিবর রহমানের ছেলে মোহাম্মদ উরফে উরফি মিয়া (৪০)।

পুলিশ জানায়, ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পলাতক সাবেক প্রধানমন্ত্রীর বিচারের রায়কে কেন্দ্র করে এলাকায় নাশকতার আশঙ্কা দেখা দিয়েছে। কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি হওয়ার আগেই আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে দিনব্যাপী পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে মকবুল হোসেনকে গজারিয়া বাজার এলাকা থেকে এবং উরফি মিয়াকে মাদ্রাসা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ফুলছড়ি থানার ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, ‘দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই জানানো সম্ভব নয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আদালতে পাঠানো হবে।’



banner close
banner close