বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

খুনি হাসিনার ফাঁসির দাবিতে সাদুল্লাপুরে জাসাসের বিক্ষোভ মিছিল

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫ ২১:৫৯

শেয়ার

খুনি হাসিনার ফাঁসির দাবিতে সাদুল্লাপুরে জাসাসের বিক্ষোভ মিছিল
ছবি: বাংলা এডিশন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে গাইবান্ধার সাদুল্লাপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যার পর সাদুল্লাপুর উপজেলা শহরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এ কর্মসূচির আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে চৌমাথা মোড়ে পথসভায় মিলিত হয়।

সাদুল্লাপুর উপজেলা জাসাসের সভাপতি মাছুদ মিয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য দেন জেলা জাসাসের আহ্বায়ক বজলুল করিম রপু, সাদুল্লাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আ স ম সাজ্জাদ হোসেন পল্টন, শাহ আলম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাজু, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক ছাদেকুল ইসলাম পান্না, উপজেলা বিএনপির সদস্য শাহজাহান সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মশিউর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছাইফুল ইসলাম, যুবনেতা মুছা মিয়া, জাকির হোসেন প্রমূখ। এতে জাসাস ও বিএনপির নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বক্তারা আরও বলেন, জনগণের জীবন, সম্পদ ও মানবাধিকার লঙ্ঘনের দায় এড়াতে পারবেন না শেখ হাসিনা। জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থানের সময় নিরস্ত্র মানুষের ওপর হামলা, গুম-খুন ও বর্বর নির্যাতনের ঘটনায় দায়ের হওয়া মামলার ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

বক্তারা আদালতের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে দমন-পীড়নের রাজনীতি চালিয়ে দেশের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা হয়েছে।

তারা আরও বলেন, জনগণের রায়কে উপেক্ষা করে স্বৈরাচারী শাসন কায়েমের চেষ্টা করা হয়েছিল। নিহত পরিবারগুলোর প্রতি সংহতি জানিয়ে তারা ন্যায়বিচারের স্বার্থে দায়ীদের শাস্তি দাবি করেন।



banner close
banner close