শিল্পাঞ্চল আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদ করে সর্বসাধারণের জন্য ব্যক্তি উদ্যেগে যাত্রী ছাউনি তৈরী করতে গেলে সেখানে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে।
রবিবার (১৬ নভেম্বর) দুপুরে আশুলিয়ার ডিইপিজেড এলাকায় যাত্রী ছাউনি তৈরীর বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের সভাপতি হাজী মো. ইসরাফিল এ অভিযোগ করেন।
জানা যায়, সাম্প্রতিক সময়ে আশুলিয়ার ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের সভাপতি হাজী মো. ইসরাফিলের নেতৃত্বে ভাদাইল সড়কের মুখে ডিইপিজেড এলাকায় ফুটপাত উচ্ছেদ করে এলাকাটি পরিস্কার করা হয়। এরপরে গতকাল শনিবার সেখানে তিনি সর্বসাধারণের জন্য সেখানে ২টি যাত্রী ছাউনি তৈরীর কাজ শুরু করেন। এ সময় তার এই কাজে স্থানীয় কিছু লোকজন বাঁধা প্রদান করেন।
এলাকাবাসীর দাবি, রাজনৈতিক বিভেদ বাদ দিয়ে জনস্বার্থের কাজে সহযোগিতা করা উচিত। তারা চাইছেন- যাত্রী ছাউনি নির্মাণ যেন বাঁধাহীনভাবে সম্পন্ন হয় এবং ভবিষ্যতে এমন উদ্যোগকে উৎসাহ দেওয়া হয়। চলমান কাজে প্রশাসনের নজরদারি ও প্রয়োজনীয় সহায়তার দাবিও করেন স্থানীয়রা।
এ বিষয়ে ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের সভাপতি হাজী মো. ইসরাফিল বলেন, যারা সাধারণ পথচারী আছে এই যাত্রী ছাউনি তাদের জন্য। তারা যেন রৌদ, বৃষ্টির এসে দাঁড়াতে পারেন। সে চিন্তা করে আমরা এখানে দুইটা যাত্রী ছাউনি করতেছি। একটা মহিলাদের জন্য, অন্যটি পুরুষদের জন্য। আলাদা আলাদা থাকবে সে উদ্দেশ্যে আমাদের কাজ করা।
তিনি আরও বলেন, গতকাল আমরা কাজ করতে আসছি পরে ভাদাইল থেকে কিছু লোকজন আসছিলো। তারা বলছে আমাদের গফুর ভাই পাঠাইছে কাজ বন্ধ রাখো, কাজ করা যাবে না। এখানে কাজ করতে হলে গফুর ভাইয়ের অনুমতি লাগবে। এরপর গফুরভাইকে ফোন দিয়ে আমাকে ধরাই দিছে, ফোনে গফুর ভাই আমাকে বলতেছে ‘তুইকে, তুই এখানে এগুলো করার কে, তুই কি এলাকার মাদবর হয়ে গেছিস, যা করা লাগে আমরা করবো, এখানে বিএনপির আফিস হবে তুই এখানে কিছু করতে পারবি না।’
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সক্রিয় নেতা মোহাম্মদ তামিম বলেন, অনেক নোংরা ছিল এই জায়গাটায়। যাত্রী ছাউনি অনেক ভালো কাজ। এখানে যদি কেউ বাধা প্রদান করতে আসে সেটা আসবে সড়ক ও জনপদ। কোন রাজনৈতিক দল এখানে বাঁধা প্রদান করতে আসতে পারে না। সড়ক ও জনপদ যদি বাঁধাও দিতে আসে তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে এখানে যাত্রী ছাউনি করে দেন। এটা আমাদের এখানে দরকার।
এ বিষয়ে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া বলেন, আমি নিষেধ করবো কেন? যাত্রী ছাউনি তো একটা ভালো কাজ। আমরা জনগণের রাজনীতি করি, নিষেধ করার জন্য নাকি? আমি বলছি যে, জায়গাটা দেখে নেও, একটু পরে কর। জায়গাটা সরাইয়া যাতে রিকশা গুলোর না হয় সেভাবে কর।
এ সময় তিনি দাবি করেন যে, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুন:








