বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫ ১৯:০৫

শেয়ার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত
ছবি: বাংলা এডিশন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার কারবালা মোড়ে ট্রলি উল্টে মনিরুল ইসলাম (মংলু) (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও শিবগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, মালবাহী ট্রলি গাড়িটি ওভারটেক করার সময় হঠাৎ একটি চাকা খুলে পড়ে। মুহূর্তেই চালক ট্রলির নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি উল্টে যায়। এতে ট্রলিতে থাকা শ্রমিক মনিরুল ইসলাম ঘটনাস্থলেই চাপা পড়ে মারা যান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত মনিরুল ইসলাম (মংলু) শিবগঞ্জ উপজেলার মরদা নয়াপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত কসিমুদ্দীন উদ্দিন। পরিবার ও সহকর্মীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কিবরিয়া সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ দুর্ঘটনার কারণ যাচাই করছে এবং ট্রলিটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে।



banner close
banner close