বগুড়ার গাবতলী থানা সদরে এইচএসসি পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবিতে সরকারি কলেজের শিক্ষার্থীরা ঘণ্টা খানেক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা তারিকুল আলমের আশ্বাসের পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
রবিবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নিয়ে এ অবরোধ কর্মসূচি পালন করেন। তাদের অবস্থানের কারণে গাবতলী–বগুড়া, সারিয়াকান্দি ও সোনাতলা সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা জানান, কয়েক বছর ধরে গাবতলী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের ১৫ কিলোমিটার দূরের সৈয়দ আহমদ কলেজ, সুখানপুকুর—এ কেন্দ্র বরাদ্দ দেওয়া হচ্ছে। দূরত্ব বেশি হওয়ায় যাতায়াতে চরম ভোগান্তি ও ঝুঁকির মুখে পড়তে হয়। বিশেষ করে ছাত্রীদের জন্য এটি অনিরাপদ ও মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। অনেক সময় পরীক্ষার্থীরা যথাসময়ে কেন্দ্রে পৌঁছাতেও সমস্যায় পড়েন।
তাদের দাবি, গাবতলী মহিলা কলেজ থানা সদরের পাশেই অবস্থিত এবং পরীক্ষার জন্য সম্পূর্ণ উপযোগী। যোগাযোগব্যবস্থা ভালো হওয়ায় নিরাপত্তা, পরিবেশ ও পরীক্ষার মনোযোগ—সব দিক থেকেই এটি উপযুক্ত কেন্দ্র হতে পারে। কেন্দ্র স্থানান্তর করা হলে শিক্ষার্থীদের ফলাফলও ইতিবাচকভাবে প্রভাবিত হবে বলে তারা মনে করেন।
অবরোধস্থলে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সভাপতি রায়হান রাজ, ছাত্রদল নেতা শিহাব, আদিল, ইউনুস, মুরাদ, সৈকত, শুভ, প্রান্ত, রিফাত প্রমুখ।
আরও পড়ুন:








