বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

নোবিপ্রবি শিক্ষক নিয়োগ পরীক্ষায় ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগ

নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫ ১৭:০২

শেয়ার

নোবিপ্রবি শিক্ষক নিয়োগ পরীক্ষায় ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগ
ছবি: বাংলা এডিশন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগ উঠেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সহকারী একান্ত সচিব (এপিএস) আশিকুর রহমান সমির বিরুদ্ধে।

শনিবার (১৫ নভেম্বর) নোবিপ্রবির প্রাণীবিদ্যা বিভাগের লেকচারার পদে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে ক্যাম্পাসে আসেন আশিকুর রহমান সমি। তিনি যে গাড়িটি ব্যবহার করেন, সেটির নম্বর ঢাকা মেট্রো-ঠ ১৩-১৭৭৫—যা নোয়াখালী উপকূলীয় বন বিভাগের সরকারি গাড়ি বলে জানা গেছে। সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের এ ঘটনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

পরীক্ষা কেন্দ্রের সামনে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী বলেন, পরীক্ষা শুরু হওয়ার আগে দেখি সরকারি স্টিকার লাগানো একটি গাড়ি প্রশাসনিক ভবনের সামনে থামলো। প্রথমে ভেবেছিলাম কোনো সরকারি কর্মকর্তা অফিসিয়াল কাজে এসেছেন। পরে জানতে পারলাম তিনি একজন উপদেষ্টার এপিএস, শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে এসেছেন।

এ বিষয়ে জানতে চাইলে আশিকুর রহমান সমি গাড়িটি সরকারি বলে স্বীকার করেন। তিনি বলেন, গাড়িটি নোয়াখালী বন বিভাগের। সময়ের স্বল্পতার কারণে এ গাড়িতে করে এসেছি। তিনি আরো বলেন, এটি নিয়মের মধ্যে যায় না।

অন্যদিকে উপকূলীয় বন বিভাগের কর্মকর্তা মোল্লা মিজানুর রহমান অভিযোগকে তুচ্ছ বলে মন্তব্য করেন। তিনি বলেন, তিনি আমাদের গেস্ট হিসেবে এসেছিলেন। তাকে আমরা শুধু লিফট দিয়েছি। আমি হাতিয়ার থাকার কারণে গাড়িটি দীর্ঘক্ষণ ব্যবহারের সুযোগ পেয়েছেন।



banner close
banner close