ছবি: বাংলা এডিশন
গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসস্থ অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলে আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
তিনি কোরের গৌরবময় ঐতিহ্য, দেশসেবায় অবদান এবং আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের পেশাদার সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে দিকনির্দেশনাও প্রদান করেন।
সম্মেলনে আর্টডক, লজিস্টিকস এরিয়া, বিওএফ, ওসিএন্ডএসসহ সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিটের অধিনায়কগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








