বগুড়ার শেরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের ঢাকা–বগুড়া মহাসড়কের পাশের গ্রামীণ ব্যাংক শাখাটিতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চারদিকে বাউন্ডারিঘেরা ব্যাংক ভবনের বাইরের গেটে তালা লাগানো ছিলো। ম্যানেজার ও নাইটগার্ড ব্যাংকের ভেতরেই ঘুমিয়ে ছিলেন। ঠিক সেই সময় দুর্বৃত্তরা বাইরে থেকে ব্যাংকের সান-সেটে স্প্রাইটের বোতলে ভরা পেট্রোলজাতীয় দাহ্য পদার্থ নিক্ষেপ করে এবং লম্বা লাঠি দিয়ে আগুন ধরানোর চেষ্টা চালায়। আগুন খুব স্বল্প সময় জ্বলে দ্রুত নিভে যায়। এতে সান-সেটের সামনে ‘গ্রামীণ ব্যাংক’ লেখা অংশে সামান্য কালো দাগ পড়েছে।
রবিবার সকাল সাতটার দিকে খবর পেয়ে শেরপুর-ধুনট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজিব শাহরীন এবং শেরপুর থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, রাত তিনটা থেকে ভোর চারটা ৩০ মিনিটের মধ্যে যেকোনো সময় দাহ্য পদার্থ নিক্ষেপ করা হয়েছে। ঘটনাস্থলে পাওয়া স্প্রাইটের বোতল ও পোড়া দাগ পরীক্ষা করছে পুলিশ। ঘটনার সময় ব্যাংকের ভেতরে থাকা ম্যানেজার ও নাইটগার্ড কেউই কোনো শব্দ বা সন্দেহজনক কিছু টের পাননি বলে পুলিশের কাছে জানিয়েছেন।
শেরপুর থানার ওসি মাইন উদ্দিন জানান, ঘটনার পরপরই পুলিশ তংপর হয়েছে। জড়িতদের শনাক্তে অনুসন্ধান চলছে।
আরও পড়ুন:








