রবিবার

১৬ নভেম্বর, ২০২৫ ১ অগ্রহায়ণ, ১৪৩২

ভৈরবে ক্ষতিকর রং মিশ্রিত মিষদিশ ও মুগ ডাউল বিক্রর দায়ে ছয় লক্ষাধিক টাকা জরিমানা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫ ২২:৩৩

শেয়ার

ভৈরবে ক্ষতিকর রং মিশ্রিত মিষদিশ ও মুগ ডাউল বিক্রর দায়ে ছয় লক্ষাধিক টাকা জরিমানা
ছবি: বাংলা এডিশন

শনিবার বিকেলে ভৈরব শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব জরিমানা আদায় করা হয়েছে।

জানা যায়, বিশুদ্ধ ও নিরাপদ খাদ্য আদালতের অভিযানে ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ বিসিক শিল্প নগরীতে মেয়াদবিহীন আটা উৎপাদনের দায়ে জিলানী ফ্লাওয়ার মিল মালিককে ২ লাখ টাকা, ভৈরব বাজার বটতলার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রং মিশ্রিত মিষ্টি উৎপাদনের দায়ে লোকনাথ মিষ্টান্ন ভান্ডার মালিককে ২ লাখ টাকা , জয় গোপাল ভান্ডারে মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা, মানবদেহে স্বাস্থ্য ক্ষতিকর রং মিশ্রিত ভেজাল মুগ ডাউল বিক্রির অভিযোগে ভৈরব বাজারে মা কমলা ভান্ডার মালিক রমেন চন্দ্র রায়কে ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন কিশোরগঞ্জ বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলার নিরাপদ খাদ্য অফিসার মো: আশরাফুল ইসলাম তালুকদার। এছাড়া অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব শংকর চন্দ্র পাল, ভৈরব থানা পুলিশ।

এবিষয়ে কিশোরগঞ্জ বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম জানান, ভৈরবের ৪ টি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও ভেজাল খাদ্য পণ্য উৎপাদনসহ বিভিন্ন অপরাধে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।



আরও পড়ুন:

banner close
banner close