গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হারিকেন এলাকায় শনিবার রাত পৌনে ৮টার দিকে একটি চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাসটিতে থাকা প্রায় ১০ জন যাত্রী দ্রুত নামতে সক্ষম হওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসটির প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণেই এ অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।
ঘটনায় বাসের চালক ও হেলপারকে এখনও পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।
এদিকে প্রায় একই সময়ে গাছা থানার বোড বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বালুভর্তি একটি ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি মারা যান। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
গাছা থানার ওসি জানান, “মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে। প্রয়োজনীয় তথ্য নিশ্চিত হলে জানানো হবে।
হঠাৎ দুটি দুর্ঘটনায় ব্যস্ত সড়কে বিরাজ করে আতঙ্ক, তবে ফায়ার সার্ভিস ও পুলিশের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
আরও পড়ুন:








