শনিবার যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজিজুর রহমানের নেতৃত্বে সকালে বর্ণাঢ্য এক মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বেনাপোল বলফিল্ড ময়দান থেকে শুরু হওয়া এ শোভাযাত্রাটি শার্শা স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দেয়। শার্শা স্টেডিয়ামে পৌঁছানোর পর বিভিন্ন ইউনিয়ন থেকে আরও বিপুলসংখ্যক নেতা-কর্মী মোটরসাইকেলযোগে সেখানে জড়ো হন। উপজেলার বিভিন্ন গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণের সময় প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই শোভাযাত্রায় অংশ নেন পাঁচ হাজারেরও অধিক মোটরসাইকেল আরোহী। প্রতিটি মোটরসাইকেলে দু’জন করে আরোহী ছিলেন এবং কোনটাই তিনজন আরোহীর উপস্থিতি দেখা গেছে বলে আয়োজকরা জানান।
মোটরসাইকেল কুচকাওয়াজে অগ্রসর হওয়ার সময় রাস্তার দু’পাশে হাজারো সমর্থক হাত নেড়ে এমপি প্রার্থীকে শুভেচ্ছা জানান। সমর্থকদের উৎসাহ, তাকবীরের শব্দ, দাঁড়িপাল্লার স্লোগান ও মোটরসাইকেলের গর্জনে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সকাল নয়টায় শুরু হওয়া শোভাযাত্রাটি বেলা দুটাই শার্শা স্টেডিয়ামে এসে শেষ হয়।
আয়োজকদের দাবি, শার্শা-১ আসনে এটাই এখন পর্যন্ত সর্ববৃহৎ মোটরসাইকেল শোডাউন।
এ সময় উপস্থিত নেতা-কর্মীরা জানান, মাওলানা আজিজুর রহমানের প্রতি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে জনগণ পরিবর্তন, ন্যায়, উন্নয়ন ও সুশাসনের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে।
শোভাযাত্রা ঘিরে পুরো শার্শা-বেনাপোল এলাকায় উদ্দীপনা বিরাজ করে। উপস্থিত হাজারো মানুষের আশা—এ প্রচারণা শার্শার রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার করবে।
আরও পড়ুন:








