জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পটুয়াখালী ঝাউতলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় পটুয়াখালী জেলা ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে স্মৃতিস্তম্ভ চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন শেষে সংগঠনের নেতাকর্মীরা স্মৃতিস্তম্ভের সামনে মোমবাতি প্রজ্বালন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
পটুয়াখালী জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মহসিন ইসলাম বলেন, “১৩ নভেম্বর রাতে স্মৃতিস্তম্ভে যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, তা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির শোচনীয় অবস্থার প্রতিফলন। দুর্বৃত্তরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও এখনো কাউকে গ্রেপ্তার না করা অত্যন্ত উদ্বেগজনক।
সংগঠনের সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ অভিযোগ করে বলেন, “প্রশাসনের উদাসীনতা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার কারণেই এ ধরনের হামলা ঘটছে। নীরব প্রশাসন দেশের জন্য শুভ নয়। জুলাই আন্দোলনের কর্মীরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে।
কর্মসূচিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. রাজু আহমেদসহ জেলা-উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া সংহতি জানাতে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পটুয়াখালী জেলা সমন্বয়করা এবং জাতীয় ছাত্র শক্তি পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক মো. মিরাজ ইমতিয়াজ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তোফাজ্জল হোসেন, যুগ্ম সদস্য সচিব আবু রাইয়ান মো. সাকেরসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
১৩ নভেম্বর রাতে অজ্ঞাত দুর্বৃত্তদের দেয়া আগুনে জুলাই আন্দোলনের স্মৃতিস্তম্ভের একটি অংশ পুড়ে যায়। ঘটনার পর থেকেই স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো স্মৃতিস্তম্ভ রক্ষার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
আরও পড়ুন:








