ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দিতে গ্রামীণ ব্যাংকের রায়পুর শাখায় অচেনা দুর্বৃত্তরা আগুন ধরানোর চেষ্টা করেছে। শুক্রবার গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনায় বড় কোনো ক্ষতি না হলেও ব্যাংক কর্তৃপক্ষ নিরাপত্তাহীনতা প্রকাশ করেছে এবং থানায় জিডি করেছে।
শনিবার সকালে ব্যাংক কর্মকর্তারা অফিস খুলতে এসে দরজার সামনে পোড়া কাপড়, পেট্রলের গন্ধ এবং কালো ধোঁয়ার দাগ দেখতে পান। পরে বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হয়।
শাখার দ্বিতীয় ব্যবস্থাপক বাবুল হোসেন জানান, ধারণা করা হচ্ছে—দুর্বৃত্তরা ন্যাকড়ায় পেট্রল ঢেলে তা জ্বালিয়ে দরজা ও জানালার ফাঁক দিয়ে ভেতরে নিক্ষেপ করতে চেয়েছিল। তবে ভেতরে আগুন প্রবেশ না করায় কোনো আর্থিক ক্ষতি হয়নি।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক নবিনা নুরুল পিয়া বলেন, রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে থাকতে পারে। কাঁচ ও দরজার সামনে স্পষ্ট পোড়া দাগ পাওয়া গেছে, কিন্তু ভেতরে থাকা টাকা বা নথিপত্র নিরাপদ রয়েছে। ঘটনার পরপরই থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
মধুখালী থানার ওসি এস এম নুরুজ্জামান জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ধরনের নাশকতা ঘটিয়েছে তা শনাক্তে তদন্ত চলছে, শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝেও আতঙ্ক দেখা দিয়েছে এবং ব্যাংক কর্তৃপক্ষ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন:








