সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ঘোষণা ঘিরে দলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। সম্প্রতি ঘোষিত তালিকায় এ আসনে সাবেক সংসদ সদস্য এম আকবর আলীকে মনোনয়ন দেওয়ার পর থেকেই একাংশের নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে আসছেন।
শনিবার সকালে উল্লাপাড়া উপজেলা শহরের দলীয় কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার রাতে উপজেলা সদরের প্রধান সড়কগুলোতে মশাল মিছিল বের করা হয়। দুই কর্মসূচিতেই অংশ নেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও মনোনয়ন বঞ্চিত আজাদ হোসেনের সমর্থকেরা।
নেতাকর্মীদের দাবি, দীর্ঘ সময় সংগঠনের কাজে যুক্ত ও ত্যাগ স্বীকার করা স্থানীয় নেতাদের পাশ কাটিয়ে হঠাৎ করে অন্য একজনকে মনোনয়ন দেয়ায় সংগঠনের ভেতরে অসন্তোষ তৈরি হয়েছে। স্থানীয় নেতারা জানান, দীর্ঘ সময় মাঠে সক্রিয় থাকা নেতাদের বাদ দেয়ার ফলে কর্মীদের মনোবল দুর্বল হয়ে পড়েছে এবং সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।
তাঁতী দল, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বলেন, মনোনীত প্রার্থী স্থানীয় সাংগঠনিক ইউনিটগুলোর সঙ্গে যোগাযোগ করেননি। মাঠপর্যায়ের কর্মসূচি, সাংগঠনিক কার্যক্রম ও স্থানীয় নেতা-কর্মীদের ত্যাগ-অবদান সম্পর্কে তাঁর ধারণাও সীমিত। এ কারণে বিভিন্ন ইউনিটের পক্ষ থেকেও প্রার্থী পুনর্বিবেচনার দাবি উঠেছে।
স্থানীয় নেতারা মনে করেন, আসন্ন জাতীয় নির্বাচনে দলকে শক্ত অবস্থানে রাখতে জনপ্রিয় ও মাঠপর্যায়ে সক্রিয় নেতাদের অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। তাঁদের দাবি, স্থানীয় বাস্তবতা বিবেচনা করে প্রার্থী পুনর্নির্ধারণ করলে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় দলের সম্ভাবনা বাড়বে।
আরও পড়ুন:








