শনিবার

১৫ নভেম্বর, ২০২৫ ১ অগ্রাহায়ণ, ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় জাপা নেতা গ্রেপ্তার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫ ১৭:১৮

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় জাপা নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল পুলিশ ক্যাম্পের সামনে থেকে পুলিশের কাছ থেকে গাজী বোরহান উদ্দিন নামের এক যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় জাতীয় পার্টি'র যুবসংহতি অরুয়াইল ইউনিয়ন শাখার সভাপতি গাজী মোঃ জয়নাল-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দুপুরে অরুয়াইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন সরাইল থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা রাজীব বড়ুয়া। বিষয়টি নিশ্চিত করে অরুয়াইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিপু সুলতান জানান, পুলিশকে মারধর করে গ্রেফতারকৃত যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গাজী জয়নাল জড়িত ছিলেন।

জানা গেছে, একাধিক মামলার পলাতক আসামি অরুয়াইল ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক গাজী বোরহান উদ্দিনকে গত ৪ নভেম্বর গ্রেফতার করেছিলেন অরুয়াইল পুলিশ ক্যাম্পের সদস্যরা। পরে সরাইল থানায় নেওয়ার পথে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় সরাইল থানায় মামলা দায়ের করে পুলিশ।



banner close
banner close