শনিবার

১৫ নভেম্বর, ২০২৫ ১ অগ্রাহায়ণ, ১৪৩২

ধামরাইয়ে বিশেষ অভিযানে আওয়ামী লীগের ছয় নেতাকর্মী গ্রেপ্তার

ধামরাই প্রতিনিধি

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫ ১৬:৪৫

শেয়ার

ধামরাইয়ে বিশেষ অভিযানে আওয়ামী লীগের ছয় নেতাকর্মী গ্রেপ্তার
বাংলা এডিশন

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৩ জনসহ জুলাইয়ে হত্যা চেষ্টা মামলায় আওয়ামী লীগের মোট ৬ জন নেতাকর্মী কে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এবং শনিবার ১৫ নভেম্বর দুপুরে সকল আসামীকে ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- রোয়াইল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো: লুৎফর রহমান (৬০) ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো: ইমান আলী (৫৫), সূয়াপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আমজাদ হোসেন (৫০), সোমভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো: বশির উদ্দিন (৩৮) ও একই ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন (৪০)। এছাড়াও বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হাসেম বকুল (৪৬)।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় আওয়ামী লীগের ৩ জনকে এবং বাকি ৩ জনকে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার ৭ দিনের রিমান্ড চেয়ে আসামীদের আদালতে পাঠানো হয়েছে।



banner close
banner close