শনিবার

১৫ নভেম্বর, ২০২৫ ১ অগ্রাহায়ণ, ১৪৩২

সিরাজগঞ্জে বাল্কহেডে চাঁদাবাজির সময় নৌ–পুলিশের হাতে ১০ জন আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫ ১৬:২৯

শেয়ার

সিরাজগঞ্জে বাল্কহেডে চাঁদাবাজির সময় নৌ–পুলিশের হাতে ১০ জন আটক
ছবি: বাংলা এডিশন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোড়জান ইউনিয়নের মুরাদপুর এলাকার যমুনা নদীতে বালুবোঝাই বাল্কহেড থেকে চাঁদা আদায়ের সময় নৌপুলিশ ১০ জনকে আটক করেছে। শনিবার বেলা ১১টার দিকে নদীর মাঝ থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেনপূর্ব মুরাদপুর গ্রামের আল-আমিন, নজরুল ইসলাম, মানিক সিকদার, শহিদুল ইসলাম, আব্দুল আলীম, শরীফুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, ইউনুস আলী, শহিদুল ইসলাম ও রেহাই কাউলিয়ার ফরিদ হোসেন।

জানা যায়, ইজারা নেওয়া বালুমহাল থেকে প্রতিদিন শতাধিক বাল্কহেড বিভিন্ন স্থানে বালু পরিবহন করে। এ সুযোগে একটি চক্র নিয়মিতভাবে এসব বাল্কহেড থেকে চাঁদা আদায় করছিল। বিষয়টি জানার পর নৌপুলিশ স্পিডবোটে গিয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করে।

নৌপুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা, নগদ দুই হাজার টাকা ও ১০টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। চাঁদাবাজির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।



banner close
banner close