শনিবার

১৫ নভেম্বর, ২০২৫ ১ অগ্রাহায়ণ, ১৪৩২

কেরাণীগঞ্জে খাস পুকুর সংস্কার প্রকল্পের উদ্বোধন

কেরাণীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫ ১৬:১৯

শেয়ার

কেরাণীগঞ্জে খাস পুকুর সংস্কার প্রকল্পের উদ্বোধন
বাংলা এডিশন

ঢাকার কেরাণীগঞ্জ উপজেলার দাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ঢাকা মহানগরী ও উপজেলা এলাকার ইজারাবিহীন খাস পুকুর ও জলাশয় সংস্কার, উন্নয়ন, সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এবং ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ। এ ছাড়া কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জানা গেছে, জেলা প্রশাসন ঢাকাজলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে। ৯ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে ঢাকা জেলা ও মহানগর এলাকার মোট ৪৪টি খাস পুকুর খনন, সংস্কার, উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হবে।



banner close
banner close