শনিবার

১৫ নভেম্বর, ২০২৫ ১ অগ্রাহায়ণ, ১৪৩২

আশুলিয়ায় যুবলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার

আশুলিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫ ১৫:৩৬

শেয়ার

আশুলিয়ায় যুবলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

আশুলিয়ায় পৃথকস্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের সাবেক দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান।

এর আগে রাত আটটার দিকে আশুলিয়ার ইউনিক এলাকা থেকে ও রাত নয়টার দিকে আশুলিয়ার শিমুলিয়ার কোনাপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার মৃত ওসমান আলীর ছেলে মো. আলী আজগর ওরফে জামাল হোসেন। তিনি আশুলিয়া থানা যুবলীগের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং অন্যজন হলেন, আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কোনাপাড়া এলাকার মৃত মোবারক আলীর ছেলে মো জাকির হোসেন। তিনি শিমুলিয়া ইউনিয়নের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা যায়।

পুলিশ জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে রাত আটটার দিকে আশুলিয়ার ইউনিক এলাকায় অভিযান চালিয়ে আলী আজগর ওরফে জামাল হোসেন নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়। এরপরে রাত নয়টার দিকে আশুলিয়ার শিমুলিয়া কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাকির হোসেন নামের আরও এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আজ শনিবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে ।



banner close
banner close