কুমিল্লা চৌদ্দগ্রাম পৌরসভার তিন নং ওয়ার্ড উনকোট এলাকায় ভোর রাতে অভিযান চালিয়ে পিস্তল গুলিসহ নাছির উদ্দিন নামের ওয়ার্ড আওয়ামী লীগ কর্মীকে আটক করে যৌথবাহিনী।
আটকের সত্যতা নিশ্চিত করে চৌদ্দগ্রাম ২৩ বীর সেনাবাহিনীর চৌকস কর্মকর্তা ক্যাপ্টেন তাওমিদ বাংলা এডিশনকে বলেন-চৌদ্দগ্রাম উপজেলা ভারতের সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে সেনাবাহিনী অস্ত্র ও মাদক উদ্ধারে নিয়মিত কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পৌসভার তিন নং ওয়ার্ড উনকোট এলাকায় ১৫ নভেম্বর (শনিবার) ভোর রাতে অভিযান চালিয়ে নাসির উদ্দিন নামের এক ব্যক্তিকে পিস্তলসহ আটক করা হয়।
আটককৃত নাছির উদ্দিন আওয়ামীলীগের সক্রিয় সদস্য। তিনি পৌরসভার তিন নং ওয়ার্ড আওয়ামীলীগের সক্রিয় সদস্য। উনকোট এলাকার মুকবল আহমেদ এর পুত্র বলে জানা যায়। নাছিরের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনা করার অভিযোগও পাওয়া গেছে।
এদিকে চৌদ্দগ্রাম থানার ওসি হেলাল উদ্দিন বলেন, ‘শনিবার ভোর রাতে অস্ত্রসহ যৌথবাহিনী নাছির নামের এক ব্যক্তিকে আটক করে। অস্ত্র আইনে তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় শনিবার সকালে মামলা রুজু করা হয়েছে। আইনী পক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে নাছির উদ্দিনকে জেল হাজতে পাঠানো হবে।’
আরও পড়ুন:








