ছবি: বাংলা এডিশন
জাতীয় ছাত্রশক্তির বগুড়া জেলা কমিটির মুখপাত্র ঐশী জামান পদত্যাগ করেছেন। তার নিজের ব্যক্তিগত ফেইসবুকে পোষ্ট দিয়ে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন ঐশী।
শনিবার দুপুরে এ এম জেড শাহরিয়ার জুইন ঐশীর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি শুক্রবার ফেসবুকে পদত্যাগের একটি পোস্ট দিয়েছেন। তবে আনুষ্ঠানিক পদত্যাগপত্র এখনো আমরা পাইনি।’
ঐশী জামানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ব্যস্ততার কারণে লিখিত পদেপত্র জমা দেয়া হয়নি। তবে দ্রুতই জমা দিবো।’
আরও পড়ুন:








