শনিবার

১৫ নভেম্বর, ২০২৫ ১ অগ্রাহায়ণ, ১৪৩২

গাজীপুরে গৃহবধূকে জবাই করে হত্যা, গলাকাটা অবস্থায় স্বামী হাসপাতালে

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫ ১৩:১৪

শেয়ার

গাজীপুরে গৃহবধূকে জবাই করে হত্যা, গলাকাটা অবস্থায় স্বামী হাসপাতালে
ছবি: সংগৃহীত

গাজীপুরের কোনাবাড়ীতে একতা ভিলার পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে রহিমা বেগম (৩০) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় তার স্বামী ইমরান হোসেন (৩৫) কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

শনিবার (১৫ নভেম্বর) সকালে কোনাবাড়ী বাইমাইল নওয়াব আলী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ইমরান হোসেন ময়মনসিংহের হালুয়াঘাট থানার আমতলা গ্রামের সুরুজ আলীর ছেলে। তিনি পেশায় একজন কসাই। নিহত রহিমা বেগম ইমরানের দ্বিতীয় স্ত্রী বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, ভোররাতের কোনো এক সময়ে রহিমাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়ে থাকতে পারে। পরে একইভাবে ইমরানের গলাতেও আঘাত করা হয়েছে। তার শ্বাসনালীতে গভীর ক্ষত দেখা যায়।

ঘটনার পর তাদের মেয়ে শারমীনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পিবিআই, সিআইডিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত শুরু করেছেন।

কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন আহমেদ বলেন, তল্লাশির সময় ইমরান হোসেনকে গলাকাটা অবস্থায় জীবিত পাওয়া যায়। তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত রহিমার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার কারণ উদঘাটনে আমরা গভীর তদন্ত চালাচ্ছি।



banner close
banner close