শনিবার

১৫ নভেম্বর, ২০২৫ ১ অগ্রাহায়ণ, ১৪৩২

পাঁচ দিনে দেশে ৩১টি যানবাহনে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫ ০৭:৩৮

আপডেট: ১৫ নভেম্বর, ২০২৫ ০৯:৫১

শেয়ার

পাঁচ দিনে দেশে ৩১টি যানবাহনে অগ্নিসংযোগ
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত দেশের অন্তত সাত জেলায় বিক্ষোভ, প্রতিবাদ ও প্রতিরোধ কর্মসূচি পালিত হয়েছে। বিভিন্ন স্থানে সড়ক ও রেললাইনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে দলীয় নেতাকর্মীরা। এই সময় তিনটি বাস, একটি পিকআপ ভ্যান ও একটি নৌকায় আগুন ধরিয়ে দেওয়া হয়। মানিকগঞ্জে একটি স্কুলবাসে আগুনে দগ্ধ হন চালক। গত পাঁচ দিনে এ নিয়ে মোট ৩১টি যানবাহন আগুনে পুড়ল।

পটুয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৭০ জনকে আটক করেছে। ঝালকাঠিতে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার বাড়িতেও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

বিভিন্ন জেলায় আগুন ও ভাঙচুর বাসে আগুন

বরগুনা: আমতলী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে স্বর্ণা পরিবহনের একটি বাসে রাতের বেলায় আগুন ধরিয়ে দেওয়া হয়। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। বাসের ভেতরেই ঘুমিয়ে থাকা সহকারী রাব্বি অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

গাজীপুর: কালিয়াকৈরের বক্তারপুরে রাতের আঁধারে মোটরসাইকেলে আসা চার যুবক ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায়।

মানিকগঞ্জ: শিবালয় উপজেলার ফলসাটিয়ায় পার্ক করা স্কুলবাসে দুর্বৃত্তরা আগুন দেয়। ভেতরে ঘুমিয়ে থাকা চালক তাবেজ খান দগ্ধ হয়ে ঢাকার বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন।

ঢাকা, সাভার: আশুলিয়ার নরসিংপুর এলাকায় সড়কের পাশে রাখা একটি পিকআপ ভ্যানে দুই যুবক পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে চলে যায়।

সড়ক-রেলপথে বিক্ষোভ ও অগ্নিসংযোগ

ব্রাহ্মণবাড়িয়ার ভাতশালা রেলস্টেশন এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভের কারণে মহানগর এক্সপ্রেস ১৫ মিনিট আটকা পড়ে। এর আগের রাতেও একই স্টেশনের দুবলা এলাকায় রেললাইনে আগুন দেওয়া হয়েছিল।

আখাউড়া-কসবা সড়কের মোগড়া সেতুর ওপর গভীর রাতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের খবর পাওয়া গেলেও স্থানীয় থানা এ বিষয়ে নিশ্চিত তথ্য পায়নি।

পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার-সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে এক অজ্ঞাত ব্যক্তি আগুন দেওয়ার চেষ্টা চালায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মুখ ঢেকে রাখা ওই ব্যক্তিকে দেখা যায়। কাঠামোর ক্ষতি না হলেও পুলিশ বলছে, ঘটনাটি অনুসন্ধান করা হচ্ছে।

কিশোরগঞ্জের নিকলীতে কামালপুর সেতুর নিচে বাঁধা দুটি ট্রলারের একটি সম্পূর্ণ এবং আরেকটি আংশিকভাবে পুড়ে যায়।

ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ৩৫টি তাজা ককটেল ও তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। বোমা নিষ্ক্রিয়কারী দল এসে এগুলো নিষ্ক্রিয় করে।

ঢাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে নাশকতা ও ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার করেছে ডিবি।

পটুয়াখালীতে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এ চার দিনে ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কিশোরগঞ্জের বাজিতপুর থেকে বাসে আগুনের ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।



banner close
banner close