চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামী জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভে জেলা সদর ও বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার নেতাকর্মী এবং সাধারণ জনগণ অংশ নেন।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে বড় ইন্দারা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাতেন খাঁ মোড় হয়ে শান্তি মোড়ে গিয়ে শেষ হয়। শান্তি মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা এবং জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ভিত্তি আরও সুদৃঢ় করা অত্যন্ত প্রয়োজন।
সমাবেশে নেতারা অভিযোগ করেন, দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা দূর করতে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পাঁচ দফা দাবি বাস্তবায়ন হলে দেশ নতুন করে গণতান্ত্রিক পথে অগ্রসর হবে বলেও তারা মন্তব্য করেন।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা আমীর মাওলানা আবু জার গিফারী। তিনি বলেন, জনগণের আশা–আকাঙ্ক্ষা থেকেই এই পাঁচ দফা দাবি উঠে এসেছে এবং দেশের ভবিষ্যৎ নির্ধারণে এ দাবিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শান্তিপূর্ণভাবে বিক্ষোভে অংশ নেওয়ায় সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানান।
মিছিলে বিক্ষোভকারীরা পাঁচ দফা দাবি সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে দ্রুত এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
এ সময় জেলা নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান, পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানি, সদর আমীর হাফেজ আব্দুল আলীমসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের আমীর, শুরা সদস্য এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








