শুক্রবার

১৪ নভেম্বর, ২০২৫ ৩০ কার্তিক, ১৪৩২

কিশোরগঞ্জ-৫: শেখ মুজিবুর রহমানের মনোনয়ন চেয়ে মশাল মিছিল

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৫ ২০:২৮

শেয়ার

কিশোরগঞ্জ-৫: শেখ মুজিবুর রহমানের মনোনয়ন চেয়ে মশাল মিছিল
ছবি: বাংলা এডিশন

কিশোরগঞ্জের নিকলীতে কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে শেখ মুজিবুর রহমান ইকবালকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাতটায় উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মানিক মিয়ার নেতৃত্বে মিছিলটি নতুন বাজার এলাকা থেকে শুরু হয়ে উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নতুন বাজারে এসে শেষ হয়।

স্থানীয় নেতাকর্মীরা জানান, কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে শেখ মুজিবুর রহমান ইকবালকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে এই মশাল মিছিলের আয়োজন করা হয়। মিছিলে দলীয় নেতাকর্মী, সমর্থক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মশাল হাতে স্লোগানে স্লোগানে তারা নিকলী বাজার এলাকাকে আলোকিত করে তোলেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আজহারুল ইসলাম সোহেল বলেন, শেখ মুজিবুর রহমান ইকবাল দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। গত ১৬ বছর তিনি নেতাকর্মীদের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। তাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতেই আগামী নির্বাচনে তাকে মনোনয়ন দেওয়া জরুরি।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, তৃণমূলের দৃঢ় প্রত্যাশা ও সমর্থনের বহিঃপ্রকাশই আজকের এই মশাল মিছিল। তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে নিকলী-বাজিতপুর আসনে মনোনয়ন চূড়ান্ত করার সময় জনগণের দাবি বিবেচনায় নেওয়ার আহ্বান জানান।



banner close
banner close