শুক্রবার

১৪ নভেম্বর, ২০২৫ ৩০ কার্তিক, ১৪৩২

কুমিল্লা'য় কিশোরগ্যাংয়ের ছুরিকাঘাতে চিকিৎসাধীন প্রবাসীর মৃত্যু

কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৫ ২০:১২

শেয়ার

কুমিল্লা'য় কিশোরগ্যাংয়ের ছুরিকাঘাতে চিকিৎসাধীন প্রবাসীর মৃত্যু
ফাইল ছবি

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আব্দুল্লাহপুরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত প্রবাসী আবু বকর (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল আনুমানিক ১০টায় ঢাকা পিজি হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত আবু বকর চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর কেন্ডা গ্রামের ফরিদ মিয়ার ছেলে এবং সদর দক্ষিণের আব্দুল্লাহপুর গ্রামের দেলোয়ারের মেয়ের জামাই।

বিশেষ সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর সুমাইয়া আক্তার সুইটির সঙ্গে আবু বকরের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর গত শনিবার তিনি শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। ওইদিন সন্ধ্যায় পার্শ্ববর্তী অলিরবাজার থেকে ফেরার পথে আব্দুল্লাহপুর গ্রামের কিশোর গ্যাং ফজলে রাবিব ও পারভেজের সঙ্গে শ্যালক শান্তর শরীরে ধাক্কা কেন্দ্র করে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

একপর্যায়ে কিশোর গ্যাং সদস্যরা শান্তকে মারধর

করলে প্রতিবাদ জানাতে এগিয়ে আসেন আবু বকর। সে সময় ফজলে রাবিব ও পারভেজ তার বুকে ছুরিকাঘাত করে।

গুরুতর আহত অবস্থায় প্রবাসী আবু বকরকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা পিজি হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর আজ শুক্রবার (১৪ নভেম্বর)সকালে তার মৃত্যু হয়।

উক্ত ঘটনায় কিশোর গ্যাং সদস্য রাবিব ও পারভেজকে আসামি করে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেন আবু বকরের স্ত্রী।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম জানান-আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত।



banner close
banner close