সংগৃহীত ছবি
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বৈষম্যবিরোধী মামলার আসামি শবনম খোন্দকার বাবু (৪৫) গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার খালকুলা এলাকায় তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে পুলিশ তাকে আটক করে। তিনি নওগাঁ ইউনিয়নের মালিপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশের তথ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী কর্মসূচি চলাকালে এক হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা শাহীন বাবু আহত হন। ঘটনার পর তিনি শবনম খোন্দকার বাবুকে আসামি করে মামলা দায়ের করেন।
তাড়াশ থানার পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া বাবুকে শনিবার আদালতে হাজির করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
আরও পড়ুন:








