শুক্রবার

১৪ নভেম্বর, ২০২৫ ৩০ কার্তিক, ১৪৩২

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় ইস্কাপ সিরাপসহ দুইজন আটক

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৫ ১৯:৩২

শেয়ার

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় ইস্কাপ সিরাপসহ দুইজন আটক
ছবি: বাংলা এডিশন

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে মাদক চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ইস্কাপ সিরাপসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় তিস্তা ব্যাটালিয়নের বড়খাতা বিওপির টহলদল পূর্ব সারডুবি এলাকায় এ অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলেনমোঃ ফিরোজ আক্তার পলাশ (৪৮), পিতা: মোঃ আব্দুল মান্নান ও মোঃ শরিফুল ইসলাম (২৮), পিতা:আনসারুল ইসলাম। আটকৃত দুই ব্যক্তির বাড়ি নীলফামারী জেলার জলঢাকা থানায়।

বিজিবি জানায়, সীমান্ত থেকে প্রায় ৪০০ গজ ভেতরে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে টহলদল তাদের আটক করে। পরে তাদের কাছ থেকে ৪ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়।

এ ছাড়া তাদের ব্যবহৃত ১টি মোটরসাইকেল, ১টি স্মার্টফোন, ২টি বাটন মোবাইল, ৩টি সিমকার্ড ও ১টি সাইকেল জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১,৭২,৭৬০ টাকা, যার মধ্যে মোটরসাইকেলের মূল্য ১,৪০,০০০ টাকা।

আটক দুইজনকে উদ্ধারকৃত মালামালসহ হাতীবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।



banner close
banner close