জামায়াতের ৫টি স্তরের মধ্যে যুবরা একটা স্তর মাত্র৷ সে স্তরের অংশ হিসেবে আপনারা আগামী নির্বাচনে চালকের আসনের বসে যাবেন৷ যদি কোনো দূর্বলতা দেখেন সেখান থেকে নির্বাচনকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেয়ার সকল দায়িত্বগুলো যুবক ভাইদের পালন করতে হবে৷
শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -১ (মিরসরাই) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে যুব সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এডভোকেট সাইফুর রহমান৷
এডভোকেট সাইফুর রহমান বলেন, প্রধান বক্তার বক্তব্যে ডেপুটি এটর্নী জেনারেল এডভোকেট সাইফুর রহমান বলেন, জাতীয়তাবাদী শক্তি আর ইসলামী শক্তি আমরা কখনও শত্রু ছিলাম না৷ আমরা সবাই ভাই৷ একসাথে জুলাই আন্দোলনে যুদ্ধ করেছি,একসাথে মুভমেন্ট করেছি৷ এখন ফ্যাসিস্ট নেই৷ কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আমাদের বক্তব্য নেই৷ আমাদের বক্তব্য অন্যায়ের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, দখলবাজের বিরুদ্ধে, মেহনতি মানুষের পক্ষে৷ আমরা বিপ্লব করবো জনগণকে সাথে নিয়ে,মন জয় করবো ভালোবাসা দিয়ে৷ স্বাধীন বাংলাদেশে উন্মুক্ত নির্বাচনে জনগণ নির্বাচন করবে তার পছন্দের প্রতিনিধিকে৷
সমাবেশের আগে উপজেলার বড়দারোগারহাট থেকে মিঠাছরা বাজার পর্যন্ত যুব সমাবেশ উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়৷ র্যালী পরবর্তী উপজেলার মিঠাছড়া সাসা ক্লাবে যুব ও ক্রীড়া বিভাগের জোরারগঞ্জ থানা সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে যুব ও ক্রীড়া বিভাগের মিরসরাই থানা সভাপতি লোকমান হাকিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য জাফর সাদেক। বিশেষ অতিথি ছিলেন আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ নুর নবী, মিরসরাই উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির নুরুল করিম, মিরসরাই থানা জামায়াতে আমির মাওলানা নুরুল কবির, জোরারগঞ্জ থানা জামাতের আমির মাওলানা নুরুল হুদা হামিদী, চট্টগ্রাম অঞ্চলের যুবনেতা ইকবাল হোসেন, মিরসরাই উপজেলা ছাত্র শিবরের সভাপতি সাকিব হোসেনসহ প্রমুখ।
আরও পড়ুন:








