শুক্রবার

১৪ নভেম্বর, ২০২৫ ৩০ কার্তিক, ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলে ধাক্কা লাগায় অটোচালককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৫ ১৮:১২

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলে ধাক্কা লাগায় অটোচালককে পিটিয়ে হত্যা
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে মোহাম্মদ দিলু মিয়া(৪৫) নামে এক অটোচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার আউলিয়া বাজারে এঘটনা ঘটে।

নিহত দিলু মিয়া পাহাড়পুর ইউনিয়নের চানপুর গ্রামের গ্রাম পুলিশ তোতা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আউলিয়া বাজারে মোহাম্মদ বিল্লাল মিয়ার মুদি দোকানের সামনে পাকিং করা মোটরসাইকেলের সাথে একটি অটোরিকশার ধাক্কা লাগে। এতে মুদি দোকানদার বিল্লাল মিয়া ক্ষিপ্ত হয়ে অটোচালক দিলু মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করেন। আশংকাজনক অবস্থায় দ্রুত বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দিলু মিয়াকে মৃত ঘোষণা করেন।

ঘাতক বিল্লাল পাহাড়পুর ইউনিয়নের শান্তামোড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

ঘটনার পর বিল্লাল পালিয়ে যায়। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলা এডিশনকে বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় হত্যা মামলা রুজুর প্রক্রিয়া চলছে।



banner close
banner close