মেহেরপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক রয়েছে আরও একজন। ঘটনাটি ঘটেছে গত বুধবারের সন্ধ্যায় মেহেরপুরের রাজাপুর গ্রামের নির্জন সড়কে।
ওসি (অপারেশন) জাহাঙ্গীর সেলিম বলেন—বুধবার বিকেলে মেহেরপুর সরকারি মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের এক ছাত্রী তার প্রেমিককে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন। সন্ধ্যার দিকে রাজাপুর গ্রামের মাঠের নির্জন সড়কে পৌঁছালে তিন যুবক তাদের মোটরসাইকেলের গতিরোধ করে।
অভিযুক্তরা অস্ত্রের ভয় দেখিয়ে প্রেমি-প্রেমিকাকে স্থানীয় ইউপি সদস্য চঞ্চলের ভাটার পেছনের একটি আমবাগানে নিয়ে যায়। সেখানে তারা ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয়। পরে যুবকের কাছ থেকে টাকা আদায়ের জন্য তাকে শহরে পাঠানো হয়। এই সুযোগে তিন অভিযুক্ত কলেজছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। প্রেমিক ফিরে এসে ঘটনাটি স্থানীয়দের জানালে গ্রামবাসী ছুটে গিয়ে তাদের উদ্ধার করে।
গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে রাজাপুর গ্রাম থেকে দুজনকে আটক করে। তারা হলো— আশরাফুল ইসলাম ও রাকিবুল ইসলাম অন্য অভিযুক্ত নজরুল ইসলামের ছেলে মিনারুল ইসলাম এখনও পলাতক। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই ভুক্তভোগী নিজেই মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করেন। পুলিশ বলছে, পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে।
আরও পড়ুন:








