শুক্রবার

১৪ নভেম্বর, ২০২৫ ৩০ কার্তিক, ১৪৩২

বগুড়ায় সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ নেতা আবু তালেব গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৫ ১৫:১৫

শেয়ার

বগুড়ায় সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ নেতা আবু তালেব গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

বগুড়ার শাজাহানপুরে সন্ত্রাসবিরোধী আইনসহ একাধিক মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে যুবলীগ নেতা আবু তালেব (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম।

তিনি জানান, বৃহস্পতিবার (১৩ অক্টোবর ২০২৫) রাত শাজাহানপুর থানাধীন গয়নাকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবু তালেব ৫ নং খড়না ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। উপজেলার গয়নাগুড়ি গ্রামের ইউনুস আলীর ছেলে তিনি।

পুলিশ জানায়, শাজাহানপুর থানার মামলা নং–১৭, তারিখ ০৮ মার্চ ২০২৫–এর তদন্তে তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে চিহ্নিত করা হয়। এছাড়া তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯–এর অধীনেও পূর্বে মামলা রয়েছে।

ওসি শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর তাকে থানায় এনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে জেল হারাতে পাঠানো হয়েছে।



banner close
banner close