শুক্রবার

১৪ নভেম্বর, ২০২৫ ৩০ কার্তিক, ১৪৩২

পটুয়াখালীর ঝাউতলায় শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, জেলা জুড়ে ক্ষোভ

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৫ ১৪:৪৮

শেয়ার

পটুয়াখালীর ঝাউতলায় শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, জেলা জুড়ে ক্ষোভ
ছবি: বাংলা এডিশন

পটুয়াখালীর ঝাউতলায় জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে অজ্ঞাত দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর মাধ্যমে প্রকাশ্যে আসে, যা ছাত্রলীগের নেতাকর্মীরা শেয়ার করেন।

শুক্রবার সকালে স্থানীয়রা স্মৃতিস্তম্ভের নিচের অংশে আগুন ধরানোর চিহ্ন ও কালো দাগ দেখতে পেয়ে হতবাক হয়ে যান। খবর ছড়িয়ে পড়লে জেলা জুড়ে ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।

জুলাই যোদ্ধা তোফাজ্জল হোসেন অভিযোগ করে বলেন, “শহীদদের প্রতি অবমাননাকর এই কর্মকাণ্ড পরিকল্পিতভাবে করা হয়েছে। আমরা স্মৃতিস্তম্ভ যেকোনো মূল্যে রক্ষা করব। প্রশাসনের কাছে দাবি—ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দ্রুত দোষীদের শনাক্ত করা হোক।”

ঘটনার পর স্থানীয় বাসিন্দারাও স্মৃতিস্তম্ভ এলাকায় স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। এক বাসিন্দা বলেন, “রাতে কে বা কারা এমন কাজ করেছে বুঝতে পারিনি। সকালে কালো দাগ দেখে আমরা হতচকিত হয়ে যাই।”

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, “আগুনে স্মৃতিস্তম্ভের বড় ক্ষতি হয়নি, শুধু নিচের দিকে কিছুটা কালো দাগ রয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দোষীদের শনাক্তের কাজ চলছে।”

ঘটনার তদন্তে ইতোমধ্যে পুলিশ মাঠে নেমেছে। পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, “সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”



banner close
banner close