শুক্রবার

১৪ নভেম্বর, ২০২৫ ৩০ কার্তিক, ১৪৩২

কুমিল্লা'য় নাশকতা পরিকল্পনার অভিযোগে তিন ছাত্রলীগ কর্মী আটক

কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৫ ১৪:৪৩

শেয়ার

কুমিল্লা'য় নাশকতা পরিকল্পনার অভিযোগে তিন ছাত্রলীগ কর্মী আটক
ছবি: বাংলা এডিশন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিন থানা এলাকায় আগুন জ্বালিয়ে নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রম করার অভিযোগে জেলা পুলিশের বিশেষ অভিযানে তিন ছাত্রলীগের কর্মীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- নগরীর রেইসকোর্স এলাকার আবু সাঈদের পুত্র মহানগর ছাত্রলীগের প্রচার সম্পাদক তাহসিফ রেজা আকাশ (২২), লালমাই উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ও বেতাগাও গ্রামের সাজেদুল হকের পুত্র ইফতেখার আলম ভূইয়া প্রকাশ অমিত (২৫), ধর্মপুর এলাকার ফজলুল হকের পুত্র ছাত্রলীগের সক্রিয় সদস্য আজহারুল ইসলাম (৪০) কে গ্রেফতার করা হয়।

সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ সেলিম বাংলা এডিশনকে জানান-অপরাধীরা নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের সক্রিয় সদস্য। মহাসড়কের বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনাসহ সড়কের উপর টায়ারে আগুন জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। ১৪ নভেম্বর(শুক্রবার) ভোর রাতে বিভিন্ন স্থানো অভিযান চালিয়ে নাশকতাকারীদের আটক করা হয়। মামলার প্রস্তুতি শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হইবে।



banner close
banner close