শুক্রবার

১৪ নভেম্বর, ২০২৫ ৩০ কার্তিক, ১৪৩২

সিরাজগঞ্জের তাড়াশে ডাকাতির ঘটনায় গৃহকর্তা আহত

সিরাজগঞ্জ, প্রতিনিধি

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৫ ১২:৩৩

আপডেট: ১৪ নভেম্বর, ২০২৫ ১২:৫০

শেয়ার

সিরাজগঞ্জের তাড়াশে ডাকাতির ঘটনায় গৃহকর্তা আহত
ছবি: বাংলা এডিশন

সিরাজগঞ্জের তাড়াশে একদল সশস্ত্র ডাকাতের হামলায় দুলাল হোসেন নামে এক গৃহকর্তা আহত হয়েছেন। ডাকাতদল বাড়ির গেট ভেঙে শাহিয়াল জাতের একটি গাভী লুট করে নিয়ে যায়। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক চারটার দিকে তাড়াশ সদর ইউনিয়নের বৃপাচান গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতদল বাড়িতে প্রবেশের পর গাভীটি বের করে নেওয়ার সময় দুলাল হোসেন বিষয়টি টের পান। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতদের একজন ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতরা পিকআপ ভ্যানে করে দ্রুত পালিয়ে যায়। লুট হওয়া গাভীর আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা।

গুরুতর জখম হওয়ায় দুলাল হোসেনকে প্রথমে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার মাথা ও কানে একাধিক সেলাই দিয়েছেন।

তাড়াশ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো অভিযোগ এখনও পাওয়া যায়নি। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।



banner close
banner close