ঢাকার সন্নিকটে আশুলিয়ায় সড়কের পাশে রাখা একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোর পাঁচটার দিকে সরকার মার্কেট এলাকার মেডলার গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে পিকআপ ভ্যানে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুন দেখে স্থানীয়রা প্রথমে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং পরে ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও তার আগেই স্থানীয়রা মূল আগুন প্রায় নেভাতে সক্ষম হয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন:








