শুক্রবার

১৪ নভেম্বর, ২০২৫ ৩০ কার্তিক, ১৪৩২

মির্জাগঞ্জে চাঁদা না দেয়ায় ঠিকাদারের ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৫ ১১:১৮

আপডেট: ১৪ নভেম্বর, ২০২৫ ১৩:১৬

শেয়ার

মির্জাগঞ্জে চাঁদা না দেয়ায় ঠিকাদারের ওপর হামলার অভিযোগ
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় চাঁদা না দেয়াকে কেন্দ্র করে বশির আলম নামে এক ঠিকাদারের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। বুধবার রাত নয়টার দিকে সুবিদখালী বাজারের নান্নু মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বশির আলম দেউলি সুবিদখালী ইউনিয়নের পূর্ব সুবিদখালী গ্রামের বাসিন্দা ইউনুস আলী শিকদারের ছেলে এবং পেশায় একজন ঠিকাদার। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বশির আলম অভিযোগ করেন, সরকার পতনের পর থেকে বিএনপি নামধারী একটি গ্রুপ নিয়মিতভাবে তার কাছে চাঁদা দাবি করে আসছিলো। এ ঘটনায় তিনি মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেসুর রহমানকে মূল হোতা হিসেবে অভিযুক্ত করেন। তার দাবি, মোখলেসুর সহচর সাইফুল, হাসান রাড়ি, মাসুম হাওলাদার ও সেজান বেশ কয়েকবার তাকে ও তার পরিবারকে হুমকি দিয়েছেন। এদের একজন সাইফুল অতীতে মাদক মামলায় গ্রেপ্তারও হয়েছিলেন বলে জানান তিনি।

ঘটনার দিন রাতে পেয়ারাসহ বাজার করার সময় মোখলেসুর নির্দেশে তার সহযোগীরা অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ করেন বশির। লোহার রড দিয়ে মারধর করে তাকে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশালে রেফার করা হয়।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে জেনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’



banner close
banner close