শুক্রবার

১৪ নভেম্বর, ২০২৫ ৩০ কার্তিক, ১৪৩২

রাজশাহীতে বিচারকের বাসায় নৃশংস হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৫ ০৯:০৮

শেয়ার

রাজশাহীতে বিচারকের বাসায় নৃশংস হামলা
ছবি: সংগৃহীত

রাজশাহীতে বিচারকের বাসায় নৃশংস হামলায় প্রাণ হারিয়েছে তার ছোট ছেলে, আহত হয়েছেন স্ত্রী। বৃহস্পতিবার দুপুরে নগরীর ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের সরকারী বাসভবনে এ ঘটনা ঘটে। নিহত তাওসিফ রহমান নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

হামলার পরপরই লিমন মিয়া নামের এক যুবককে আটক করে পুলিশ। সে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া গ্রামের বাসিন্দা। লিমনের বাবা এইচ এম সোলায়মান শহিদ ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান জানান, বৃহস্পতিবার দুপুরে লিমন মিয়া বিচারকের বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে পৈশাচিকভাবে হামলা চালায়। এতে বিচারকের স্ত্রী ও ছেলে গুরুতর আহত হন। দ্রুত হাসপাতালে নেয়ার পথে তাওসিফের মৃত্যু হয়।

হামলার কারণ সম্পর্কে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।



banner close
banner close