বহুল আলোচিত ও সমালোচিত নওগাঁ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আব্দুল আউয়ালকে অবশেষে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলির আদেশ জারি করা হয়। একই দিন আরেকটি প্রজ্ঞাপনে প্রধান উপদেষ্টা কার্যালয়ের পরিচালক (উপসচিব) সাইফুল ইসলামকে নওগাঁর নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর বাংলা এডিশনের ক্রাইম এডিশন-এ প্রকাশিত প্রতিবেদনে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের বিরুদ্ধে ভারতীয় নাগরিকদের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র জালিয়াতিসহ একাধিক দুর্নীতির অভিযোগ তুলে ধরা হয়েছিল। সেই প্রতিবেদন প্রকাশের পর থেকেই প্রশাসনিক মহলে তোলপাড় শুরু হয়।
সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিতর্ক, প্রশাসনিক টানাপোড়েন ও জনমনে নেতিবাচক আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ডিসি আব্দুল আউয়াল। তাঁর কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এবং স্থানীয় মহলে চলছিল তীব্র সমালোচনা।
প্রজ্ঞাপন জারির পর থেকেই নওগাঁ জুড়ে শুরু হয়েছে বিভিন্ন জল্পনা-কল্পনা ও প্রতিক্রিয়া। সচেতন মহল বলছেন, জেলার দীর্ঘ প্রশাসনিক অস্থিরতা ও বিতর্কের পর অবশেষে পরিবর্তনের এই সিদ্ধান্তে জনমনে স্বস্তি ফিরেছে।
আরও পড়ুন:








