বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

বরগুনায় যাত্রীবাহী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৫ ০৬:৩৮

শেয়ার

বরগুনায় যাত্রীবাহী বাসে আগুন
যাত্রীবাহী বাসে আগুন

বরগুনার আমতলী উপজেলায় সড়কের পাশে পার্কিং করে রাখা স্বর্ণা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১২টা দিকে আমতলী উপজেলার বাঁধঘাট চৌরাস্তা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা, সড়কের পাশে স্বর্ণা পরিবহন নামোর বাসটি পার্কিং করে রাখা হয়েছিল। মধ্য রাতে হঠাৎ ওই বাসটিতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরে মুহুর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মোঃ আবু হানিফ বলেন, বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে এসে আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি। বাসের ভিতরে কেউ না থাকায় অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঘটনাটি গভীর রাতে হওয়ায় বাসটির প্রায় ৭০ থেকে ৮০ ভাগ পুড়ে গেছে।



banner close
banner close