বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

কক্সবাজারের হোটেল কক্ষে ফাঁস দিয়ে পর্যটকের আত্মহত্যা

কক্সবাজার, প্রতিনিধি

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৫ ২২:৪৬

শেয়ার

কক্সবাজারের হোটেল কক্ষে ফাঁস দিয়ে পর্যটকের আত্মহত্যা
ছবি: সংগৃহীত

কক্সবাজারের একটি আবাসিক হোটেল রুমে গলায় ফাঁস লাগিয়ে এক পর্যটক আত্মহত্যা করেছে। ১৩ নভেম্বর বৃহস্পতিবার রাতে কলাতলীর হোটেল ওয়ার্ল্ড বীচের ৫০৬ নং কক্ষে এই আত্মহত্যা ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সিলেট পৌরসভার সৌরভ বলে জানা যায়।

জানা যায় যে, তারা গত ১০ নভেম্বর (সোমবার) পাঁচ বন্ধু মিলে বেড়াতে আসেন কক্সবাজারে । সকালে কলাতলি পৌঁছালে হোটেল ওয়ার্ল্ড বীচের ৫০৬ নং ফ্ল্যাটটি ভাড়া নেন।

দুইদিন থাকার পর বৃহস্পতিবার অন্যান্য বন্ধুরা বাহিরে থাকা অবস্থায় সন্ধ্যায় নিজের প্রেমিকার সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যার ঘটনা ঘটান সৌরভ।

এদিকে দীর্ঘক্ষণ হোটেলের ফ্ল্যাটটি বন্ধ থাকার পর বন্ধুরা এসে রুমে ঢুকার পরপরই রুম খুলে সৌরভক ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। তারা ঘটনাস্থল থেকে সৌরভকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে পুলিশের পক্ষ থেকে এখনোও পর্যন্ত কোন বক্তব্য পাওয়া যায়নি।



banner close
banner close