গাইবান্ধায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পৌর শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিবি রোডে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবির সভাপতি রুম্মান ফেরদৌস, জামায়াতের গাইবান্ধা পৌর আমির ফেরদৌস আলম, সাবেক জেলা সভাপতি ও পৌর মেয়র প্রার্থী ফয়সাল কবির রানা, সদর উপজেলা আমীর নুরুল ইসলাম মন্ডল, শাহিন মাহমুদ প্রমুখ। জেলার বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মীও মিছিলে অংশ নেন।
বক্তারা শিক্ষাব্যবস্থার নৈতিক অবক্ষয়, বেকারত্ব এবং শিক্ষার মানহ্রাসের কারণে শিক্ষার্থীরা চরম হতাশায় ভুগছে উল্লেখ করে অবিলম্বে শিক্ষাব্যবস্থা সংস্কার, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শিক্ষা খাতে দুর্নীতি বন্ধের দাবি জানান।
সমাবেশে নেতারা তাদের ৫ দফা দাবির মধ্যে তুলে ধরেন: জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার, আওয়ামী লীগের দোসরদের বিচার নিশ্চিতকরণ, জুলাই সনদে আইনি ভিত্তি প্রদান এবং তা গণভোটের মাধ্যমে বৈধতা দেয়া।
সমাবেশ শেষে মিছিলটি শান্তিপূর্ণভাবে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। উপস্থিত স্থানীয়রা বলেন, শিক্ষার্থীদের একতাবদ্ধতা ও আওয়াজ এই মিছিলের মাধ্যমে পরিষ্কার প্রতিফলিত হয়েছে।
আরও পড়ুন:








