বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

নিরাপদ ও বসবাসযোগ্য নগরী গড়ার প্রত্যয়ে জামায়াত প্রার্থী ড. হাফিজুর রহমানের উঠান বৈঠক

গাজীপুর, প্রতিনিধি

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৫ ১৯:৪১

শেয়ার

নিরাপদ ও বসবাসযোগ্য নগরী গড়ার প্রত্যয়ে জামায়াত প্রার্থী ড. হাফিজুর রহমানের উঠান বৈঠক
ছবি: বাংলা এডিশন

নিরাপদ, পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য নগরী গঠনের লক্ষ্যে গাজীপুরের গাছা থানার ইছর গ্রামে উঠান বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর -৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. হাফিজুর রহমান।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ ভোটার, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বৈঠকে ড. হাফিজুর রহমান বলেন,গাজীপুরকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে হলে সৎ নেতৃত্ব, জবাবদিহিমূলক প্রশাসন ও জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি। আমি নির্বাচিত হলে জনগণের সমস্যা সমাধানকে সর্বোচ্চ গুরুত্ব দেব।

তিনি আরও বলেন,বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নৈতিক মূল্যবোধের অবক্ষয় ও দুর্নীতি। আমরা ইসলামী মূল্যবোধের ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ ও নাগরিকবান্ধব প্রশাসন প্রতিষ্ঠা করতে চাই।

স্থানীয়রা এসময় এলাকার উন্নয়ন, পানি-নিকাশ ব্যবস্থা, মশা নিয়ন্ত্রণ, রাস্তা সংস্কার ও নিরাপত্তা জোরদারের দাবি জানান।

উঠান বৈঠকে গাছা থানা জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



banner close
banner close