বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

আশুলিয়ায় আ. লীগের ‘লকডাউন’ ঘিরে সর্তক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

আশুলিয়া, প্রতিনিধি

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৫ ১৯:২৬

শেয়ার

আশুলিয়ায় আ. লীগের ‘লকডাউন’ ঘিরে সর্তক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
ছবি: বাংলা এডিশন

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে আশুলিয়ার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার সকাল থেকে আশুলিয়ার বাইপাইল, নবীনগর, ইপিজেড, জামগড়া, নরসিংহপুর, জিরাবোসহ বিভিন্ন এলাকায় পুলিশের তৎপরতা চোখে পড়ে।

সড়ক-মহাসড়কে সাধারণ দিনের মতো যানবাহন চলাচল করছে। তবে লোকাল পরিবহন বেশি দেখা গেলেও দূরপাল্লার বাসের সংখ্যা কম ছিল। এ সময় পুলিশের তল্লাশি কার্যক্রমও লক্ষ্য করা যায়।

গত ২৩ অক্টোবর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানিয়েছে, ২০২৪ সালের আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা ১৩ নভেম্বর হবে।

রায়ের ঘোষণার আগে আশুলিয়ার শিল্পাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটায় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এছাড়া আশুলিয়ার সড়ক-মহাসড়কে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি ও বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতা সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদেরও টহল দিতে দেখা গেছে। তারা জানান, আওয়ামী লীগের ডাকা লকডাউনের কোনো প্রভাব আশুলিয়াতে নেই। যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং যদি কেউ রাস্তায় নাশকতা করার চেষ্টা করে, তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, ‘গতকাল রাত থেকে আশুলিয়ার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবকিছু স্বাভাবিক রয়েছে।’

আশুলিয়ার বাইপাইল মোড়ে টহলে থাকা র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার নাজমুল ইসলাম জানান, ‘বিগত কয়েক দিনে দেশের চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। গতকাল রাত থেকে টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে এবং বিভিন্ন স্থানে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে। এই এলাকার সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত ভালো রয়েছে।



banner close
banner close