বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

জয়পুরহাটে মায়ের সাথে কারাগারে তিন মাস বয়সী মুসকান

জয়পুরহাট, প্রতিনিধি

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৫ ১৮:৩২

শেয়ার

জয়পুরহাটে মায়ের সাথে কারাগারে তিন মাস বয়সী মুসকান
ছবি: বাংলা এডিশন

তিন মাস পাঁচ দিন বয়সী শিশু মোসকানকে সাথে নিয়ে মা ফাহিমা বেগম ও দাদী মোমেনা বেগম এসেছিলেন মাদক (নিষিদ্ধ অ্যাম্পল) বিক্রয়ের উদ্দেশ্যে। জয়পুরহাট র‌্যাব-৫ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রয়ের খবর পেয়ে জয়পুরহাটের আক্কেলপুরে অভিযান চালিয়ে মঙ্গলবার দুপুরে তাদের মাদকসহ আটক করে। এ কারণে মা ও দাদীর সাথে শিশু মোসকানকেও আসতে হয় থানায়। তাদের বিরুদ্ধে মামলার হওয়ার পরে বুধবার মায়ের সাথে তাঁকেও যেতে হলো কারাগারে।

গ্রেপ্তারকৃতরা হলেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের মুনসুর হোসেনের স্ত্রী ফাহিমা বেগম এবং বাবুল হোসেনের স্ত্রী মামেনা বেগম। তারা সম্পর্কে বউ-শাশুড়ি বলে জানা গেছে।

গেল বুধবার প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, মঙ্গলবার দুপুরে তারা আক্কেলপুরের হাস্তাবসন্তপুর এলাকায় মাদক বিক্রি করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭৯২ পিস (নিষিদ্ধ অ্যাম্পুল) বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করে র‌্যাব সদস্যরা। পরে সন্ধ্যায় তাদের বিরুদ্ধে আক্কেলপুর থানায় মাদক মামলা দায়ের হয়। তারা সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে জয়পুরহাট জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো এবং এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে র‌্যাব।

ওই মামলায় বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে শিশুসহ তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শিশু মুসকানের মা ফাহিমা বেগম বলেন, আমার স্বামী তেমন উপার্জন করতে পারেনা। সংসারে অভাব অনটান লেগেই থাকে। দারিদ্রতার কারণে নেমে পড়েন মাদক পাচার কাজে। কোলের শিশুকে নিয়ে চার হাজার টাকা চুক্তিতে শাশুড়ির সঙ্গে ইনজেকশনগুলো আনছিলেন তারা।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, র‌্যাব মাদকসহ দুই নারীকে থানায় সোপর্দ করেছে। তাদের সাথে তিন মাস বয়সী কন্যা শিশুও রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।



banner close
banner close