যশোর উপশহরের পার্ক সংলগ্ন এলাকায় পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। এতে বাসটির অভ্যন্তরীণ অংশ সম্পূর্ণ পুড়ে গেলেও ইঞ্জিন অক্ষত রয়েছে। আগুন পাশের বস্তিতে ছড়িয়ে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত, তবে স্থানীয়দের তাৎক্ষণিক পদক্ষেপে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় বাসিন্দারা জানান, ফজরের নামাজের কিছুক্ষণ পর হঠাৎ বাসের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে তারা ছুটে যান। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে আশপাশের লোকজন প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
বাসটির সুপারভাইজার হান্নান খান (শ্রীপুর, মাগুরা) বলেন, “বাসটি (মাগুরা জ-১১-০০০৭) নিয়মিত যশোর-মাগুরা রুটে চলাচল করে। প্রতিদিনের মতো বুধবার রাতেও উপশহর এলাকায় পার্কিং করে রাখা হয়েছিল। রাতে আমি বাসে ছিলাম, ভোরে বাসায় ফেরার কিছুক্ষণ পরই আগুনের খবর পাই।”
তিনি আরও জানান, আগুনে বাসের সিট ও বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে, তবে সৌভাগ্যক্রমে ইঞ্জিন অক্ষত রয়েছে।
স্থানীয়দের আশঙ্কা, পার্কিং করা বাসের পাশেই উপশহর বস্তি থাকায় আগুনটি যদি সেখানে ছড়িয়ে পড়ত, তাহলে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারত। তাদের দ্রুত উদ্যোগে সেই আশঙ্কা এড়ানো সম্ভব হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ড্রাইভারের সিটের পাশের জানালা ভেঙে ভেতরে আগুন দিয়েছে। ঘটনাস্থলে নিয়মিত দায়িত্বে থাকা নাইটগার্ডটি তখন পাশে চা খেতে গিয়েছিলেন।
তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।
আরও পড়ুন:








